Bankura

Mar 25 2023, 14:40

*বাঁকুড়ায় জঙ্গলে অগ্নিকাণ্ড*

বাঁকুড়াঃ বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার দুপুরের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

  স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

  বনদপ্তরের বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্ত্তী বনকর্মীদের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সবসময় সদা সতর্ক আছেন। জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে। তবে এদিন মোটামুটি ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল বলে তিনি জানান।

  বাইট: শিবদাস চক্রবর্ত্তী (বিট অফিসার, বিষ্ণুপুর-১ ফরেস্ট)

Bankura

Mar 24 2023, 12:09

*বাঁকুড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেফতার*
বাঁকুড়াঃ সোনার গহনা ও কাঁসার বাসন 'চকচকে' করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রোহিত কুমার শ ও মিথিলেশ কুমার শ। দু'জনের বাড়ি যথাক্রমে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানা এলাকায় ও বিহারের পূর্ণিয়া জেলা এলাকায়। শুক্রবার তালডাংরা থানায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রী এই খবর জানিয়ে বলেন, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সোনার গহনা ও কাঁসার বাসন 'চকচকে' করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ আসছিল। এরপরই জনসচেতনতা তৈরীর পাশাপাশি নাকা চেকিং শুরু হয়। গত ২১ মার্চ বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালডাংরার শিবডাঙ্গা মোড়, বটতলাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়।


পরে টানা পুলিশী জেরায় ঐ দুই আটক ব্যক্তি তাদের অপরাধ স্বীকার করে নেয়। ঐ দলে থাকা অন্যান্যদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে। একই সঙ্গে বয়স্কা বৃদ্ধা ও বাড়িতে একা থাকা মহিলারাই এই দূস্কৃতি চক্রের অন্যতম লক্ষ্য ছিলেন বলে বলে তিনি জানান।

Bankura

Mar 23 2023, 17:02

বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন উচ্চ মাধ্যমিকের এক ছাত্র


বাঁকুড়াঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ছাত্র । আহত ছাত্রের নাম রকি ধীবর। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ার চান্দাই মোড়ের ঘটনা।

আহত ঐ পরীক্ষার্থীর বন্ধুদের সূত্রে পাওয়া খবর, বড়জোড়ার পখন্না গ্রামের বাসিন্দা ও পখন্না উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র এদিন বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা দিয়ে বাসের ছাদে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় চান্দাই মোড়ের কাছে চলন্ত বাস থেকে আম পাড়তে গিয়ে বিপত্তি ঘটে।

বাসের ছাদ থেকে আচমকাই নিচে পড়ে গেলে সহপাঠি-বন্ধুরা তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে । আঘাত গুরুতর হওয়ায় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে ।

Bankura

Mar 22 2023, 14:57

সরকারী নির্দেশিকা মেনে সমস্ত পরিষেবা প্রদানের দাবিতে আন্দোলনে 'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন'


বাঁকুড়াঃ ব্লক স্তরীয় সমস্ত কাজে অংশগ্রহণের সুযোগ, প্রাপ্য পারিশ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া, স্থায়ীকরণ, সরকারী নির্দেশিকা মেনে সমস্ত পরিষেবা প্রদানের দাবিতে এবার আন্দোলনে নামল 'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন'। বুধবার ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা পরিষদের গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দেন।

  'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন' বাঁকুড়ার তরফে জানানো হয়েছে, ব্লক স্তরীয় প্রশিক্ষক হিসেবে আমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছি। সরকারী নির্দেশিকা রয়েছে মাসে ২৬ দিন কাজ দেওয়ার, অথচ ২০২০ সালের মার্চ মাসের পর থেকে কোন কাজ নেই।

আবার অনেক সময় কাজ করেও সঠিক সময়ে বেতন মেলেনা। তাই অবিলম্বে কাজের সুযোগ ও অন্যান্য দাবি দাওয়া পূরণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। এই অবস্থায় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শাসক দল সমর্থিত এই সংগঠনটির সদস্যারা।

Bankura

Mar 22 2023, 12:43

*ঋণ শোধ না করার জেরে বাঁকুড়ায় বিক্ষোভ*
বাঁকুড়াঃ  টাকার বিনিময়ে এলাকার বেশ কিছু মহিলাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে তাদের নামে একাধিক ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই টাকা শোধ না করার অভিযোগ উঠলো সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র নামে দুই মহিলার বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুরের খুনডাঙ্গার ঘটনা।  খুনডাঙ্গা গ্রামের সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র সম্মিলীত ঋণ শোধ করলেও বর্তমানে তা না করায় ঋণদাতা ব্যাঙ্ক ও সংস্থার তরফে ঋণগ্রহিতাদের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই বুধবার ওই দুই মহিলার বাড়িতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা।  খবর পেয়ে গ্রামে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় মহিলারা।   



  স্থানীয় সূত্রে জানা খবর, কোতুলপুরের খুনডাঙ্গা মহাপাত্রপাড়া এলাকার বাসিন্দা সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র এলাকার মহিলাদের নথি সংগ্রহ করে তাঁদের নামে বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ তোলেন। বিনিময়ে এলাকার মহিলাদের মাথাপিছু  মাত্র দু'হাজার টাকা করে সাহায্যও করেন। সমাপ্তি ও শিখা মহাপাত্র সেই ঋণের মাসিক কিস্তিও এতদিন পরিশোধ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তাঁরা একাধিক কিস্তি শোধ না করায় ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থার আধিকারিকরা এলাকার মহিলাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার চাপ দিতে শুরু করেন। অভিযোগ এই সময়ই এলাকার মহিলারা জানতে পারে তাদের নামে ও তাদের নথি ব্যবহার করে সমাপ্তি ও শিখা মহাপাত্র বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা আর শোধ করছেন না। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভের পারদ চড়তে থাকে এলাকার মহিলাদের। এদিন সকালে এলাকার মহিলারা সম্মিলিত ভাবে চড়াও হন সমাপ্তি ও শিখা মহাপাত্রর বাড়িতে।  ওই দুজনের বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আস্বাস দিলে বিক্ষোভ ওঠে।

  


বিক্ষোভকারী মহিলাদের দাবি তাঁরা জানতেনই না তাঁদের নামে এমন লক্ষ লক্ষ টাকা ঋণ তুলে তা আত্মসাৎ করেছেন ওই দুই মহিলা। এরকম প্রায় ৯০ জন মহিলা আছেন বলে তারা দাবি করেন।

 


অভিযুক্ত সমাপ্তি মহাপাত্র অন্যের নামে ঋণ নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন,  ঋণের কিস্তি তিনি শোধও করে যাচ্ছিলেন। বর্তমানে আর্থিক সমস্যার  কারনে শেষ দুটি কিস্তি পরিশোধ করতে না পারায় সমস্যা তৈরী হয়েছে বলে তিন জানান।

Bankura

Mar 21 2023, 15:50

পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে দলের কর্মসূচীতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন 'দিদির দূত'


বাঁকুড়াঃ 'পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে দলের কর্মসূচীতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন 'দিদির দূত' রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়া জেলা তৃণমূলের 'অঘোষিত' নাম্বার ওয়ান তথা তালডাংরার 'বিতর্কিত' তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে শালতোড়া বিধানসভার মেজিয়া এলাকার ডাং মেজিয়া, তেওয়ারী ডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে দলের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচীতে যোগ দেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কালো রঙের WB08 A7099 নম্বর যুক্ত, পিছনের কাঁচে POLICE স্টীকার লাগানো মাহিন্দ্রা গাড়িতে চেপেই ঐ এলাকায় দলীয় কর্মসূচী পালনের পাশাপাশি জনসংযোগের কাজ সারেন তিনি। একজন রাজনৈতিক দলের নেত্রী কি করে 'পুলিশ' লেখা গাড়িতে চেপে রাজনৈতিক প্রচার সারেন সেই নিয়েই তৈরী হয়েছে জোর বিতর্ক।

একজন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি করে 'পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে ঘুরছেন প্রশ্ন তুলে বিজেপির বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, 'এরা শেষ সীমায় পৌঁছে গেছে, লজ্জা বলতে কিছু নেই'। বিধানসভা ভোটে আমার কাছে হেরে গিয়েও কি করে গাড়িতে পুলিশ লেখা স্টীকার লাগিয়ে ঘুরছেন? মানুষের হাত থেকে বাঁচতে এখন পুলিশের সাহায্য নিচ্ছেন এঁরা। এই দিনটা কোন দিন দেখতে হবে তাঁরা ভাবেনওনি বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অদ্ভূত যুক্তি দিয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গাড়িটা আমার বাবার। আমার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ। অবসর নিলেও তিনি 'পুলিশ সার্ভিসেই আছেন'। তাই বাবার গাড়িতে মেয়ে (তিনি) ঘুরতে পারবেন কি না সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Bankura

Mar 21 2023, 14:42

ছাত্রাবাস সমস্যার সমাধান চেয়ে জেলাশাসকের দ্বারস্থ ভারত জাকাত মাঝি পারগানা মহল


বাঁকুড়াঃ ছাত্রাবাস সমস্যার সমাধান চেয়ে এবার জেলাশাসকের দ্বারস্থ হলো ভারত জাকাত মাঝি পারগানা মহল। মঙ্গলবার ঐ আদিবাসী সংগঠনের তরফে মধুবন গোয়েঙ্কা বিদ্যালয়ের হোষ্টেল সমস্যা সমাধানের দাবি জানিয়ে বাঁকুড়া জেলা শাসককে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

ভারত জাকাত মাঝি পারগানা মহল, বাঁকুড়া-১ মুলুকের পক্ষ থেকে 'আবাসিকদের কাছ থেকে বেআইনীভাবে ইলেকট্রিক ও ডেভেলমপম্যান্ট ফিজ না নেওয়া, নবম থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাসিক ১৫০০ টাকা হোষ্টেল ফি নেওয়া বন্ধ, হোষ্টেল সুপার, নাইট গার্ড নিয়োগ, নিয়মিত অভিভাবক সভা সহ ২০ দফা দাবি জানানো হয়েছে। সমস্যা সমাধান না হলে বাঁকুড়া জেলা জুড়ে সাধারণ ধর্মঘট ও রেল রোকোর ডাক দেবেন বলে ঐ আদিবাসী সংগঠনটির তরফে জানানো হয়েছে।

Bankura

Mar 21 2023, 09:16

হরিণ শাবক উদ্ধার বাঁকুড়ার জয়পুরে


বাঁকুড়াঃ হরিণ শাবক উদ্ধার হলো বাঁকুড়ার জয়পুরে। সোমবার রাতে জয়পুর জঙ্গলে একটি বেসরকারী রিসর্টের ভীতর থেকে ঐ হরিণটি উদ্ধার হয় বলে জানা গেছে।

সূত্রের খবর, ঐ দিন রাতে কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে হরিণ শাবকটি স্থানীয় একটি রিসর্টে ঢুকে পড়ে। ঐ সময় ঐ এলাকায় উপস্থিত এক বনকর্মী কুকুরের কামড়ে 'আহত' হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, কুকুরের কামড়ে অসুস্থ হরিণ শাবকটিকে বিশেষজ্ঞ পশু চিকিৎসক দিয়ে সুস্থ করে তোলার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Bankura

Mar 20 2023, 16:42

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল


বাঁকুড়াঃ 'সন্দেহে'র বশে স্ত্রীকে ছুরির আঘাতে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম কাশেমা বেগম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জাহিরুদ্দিন মিদ্যা নামে 'ঘাতক' স্বামী। সোমবার ইন্দাস থানা এলাকার বামনিয়া বাজারের ঘটনা।

মৃতার পরিবার সূত্রে খবর, গত ২০১৫ সালে ইন্দাসের শাশপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরকোনা গ্রামের জাহিরুদ্দিন মিদ্যার সঙ্গে ঐ থানা এলাকার দীঘলগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোয়ালা পূস্করিণী গ্রামের কাশেমা বেগমের বিয়ের হয়। তাদের দু'টি সন্তান রয়েছে। বেশ কিছু দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছিল। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, ঐ ঘটনার পর স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মৃতা কাশেমা বেগম সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন। এদিন তিনি বামনিয়া বাজারে ব্যক্তিগত কাজে এলে স্বামী জাহিরুদ্দিন মিদ্যা অতর্কিতে তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সে নিজের শরীরেই ছুরির কোপ মারে বলে খবর। পরে স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় দু'জনকেই ইন্দাস ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে কাশেমা বেগমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 'আহত' জাহিরুদ্দিন মিদ্যার অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় কোন অভিযোগ দায়ের না হলেও ইন্দাস থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিছে বলে জানা গেছে।

Bankura

Mar 20 2023, 13:46

বাঁকুড়ার বড়জোড়ায় সেচ খালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


বাঁকুড়াঃ সেচ খালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার পখন্না গ্রাম পঞ্চায়েতের মানগ্রাম রাজপ্রসাদপুর এলাকায়। সোমবার স্থানীয়দের নজরে আসার পর তারাই পুলিশে খবর দেন।

  স্থানীয় সূত্রে খবর, মানগ্রাম রাজপ্রসাদপুর এলাকায় ডি.ভি.সি-র ৪৩২ নম্বর সেচখালের জলে এদিন মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে বড়জোড়া থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

 পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি বিষয়টি খুন, আত্মহত্যা নাকি নিছকই দূর্ঘটনা তা তদন্তের পাশাপাশি মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।